ঢাকা | বঙ্গাব্দ

বিগ ব্যাশে প্রথম উইকেট পেলেন রিশাদ, তবু হোবার্টের বড় হার মেলবোর্ন স্টারসের কাছে

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
বিগ ব্যাশে প্রথম উইকেট পেলেন রিশাদ, তবু হোবার্টের বড় হার মেলবোর্ন স্টারসের কাছে ছবির ক্যাপশন: বিগ ব্যাশে প্রথম উইকেট পেলেন রিশাদ, তবু হোবার্টের বড় হার মেলবোর্ন স্টারসের কাছে
ad728

বিগ ব্যাশ লিগে আজ প্রথমবারের মতো উইকেটের দেখা পেলেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। নিজের প্রথম সাত বলেই তুলে নেন দুটি উইকেট। তবে ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও ম্যাচ শেষে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। মেলবোর্নে মেলবোর্ন স্টারসের কাছে ৮ উইকেটে হেরেছে রিশাদের দল হোবার্ট হারিকেনস।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে জয়ের ম্যাচে রিশাদ ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। তবে তাঁর সেই নিয়ন্ত্রিত বোলিং হোবার্টের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আজকের ম্যাচে রিশাদ ৩ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট।

ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে রিশাদ প্রথম সাফল্য পান। ওভারের তৃতীয় বলে ১৮ বলে ৩০ রান করা ওপেনার টমাস রজার্সকে লং অফে ক্যাচ বানান তিনি। নিজের পরের ওভারেই ফেরান আরেক ওপেনার জো ক্লার্ককে। শর্ট বলে প্যাডল সুইপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন ২০ বলে ২০ রান করা ক্লার্ক। তবে পরের দিকে মার্কাস স্টয়নিস রিশাদের ওপর চড়াও হন। প্রথম দুই ওভারে ১৪ রান দিলেও শেষ ওভারে খরচ করেন ১৯ রান।

১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মেলবোর্ন স্টারস দারুণ শুরু করে। প্রথম পাঁচ ওভারেই কোনো উইকেট না হারিয়ে তারা তোলে ৪৪ রান। রিশাদ বোলিংয়ে এসে কিছুটা চাপ তৈরি করলেও মার্কাস স্টয়নিস ও কেল্যাওয়ের ব্যাটিংয়ে সহজ জয় নিশ্চিত করে দলটি। এই জুটিতে আসে ৫১ বলে অবিচ্ছিন্ন ১০১ রান। স্টয়নিস ৩১ বলে অপরাজিত ৬২ রান করেন, কেল্যাওয়ে করেন ২৭ বলে ৪১ রান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে হোবার্ট হারিকেনস ভালো শুরু করতে পারেনি। ইনিংসের প্রথম ৭ বলেই ১০ রান তুলতে গিয়ে দলটি হারায় ২ উইকেট। দলীয় ৩৬ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন নিখিল চৌধুরী।

চতুর্থ উইকেটে বেন ম্যাকডারমট ও টিম ডেভিড ৬১ বলে ৮৩ রানের জুটি গড়েন। তবে ডেভিড ৩১ বলে ৩১ রান করে আউট হলে এই জুটি ভাঙে। ম্যাকডারমট ৫২ বলে ৬৯ রান করেন। এই দুই ইনিংসের ওপর ভর করেই হোবার্ট হারিকেনস সংগ্রহ করে ১৫৮ রান। রিশাদ হোসেন ৩ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন