ঢাকা | বঙ্গাব্দ

যমুনার ভাঙনে বিলীন ৯ গ্রাম, দিশেহারা শাহজাদপুরের মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
যমুনার ভাঙনে বিলীন ৯ গ্রাম, দিশেহারা শাহজাদপুরের মানুষ ছবির ক্যাপশন: শুষ্ক মৌসুমেও থামছে না সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর ভাঙন। ছবি: ইত্তেফাক
ad728

শুষ্ক মৌসুমেও থামছে না সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীর ভাঙন। ক্রমাগত ভাঙনের তাণ্ডবে উপজেলার সোনাতনী ও গালা ইউনিয়নের নয়টি গ্রামের মানুষ এখন দিশেহারা। চলতি বছরের বর্ষা মৌসুমের শুরু থেকে শুরু হওয়া ভাঙন এখনো অব্যাহত রয়েছে। ইতিমধ্যে পাঁচ শতাধিক বাড়িঘর, দুটি মসজিদ, দুটি মাদরাসা, একটি কবরস্থান এবং শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে হারিয়ে গেছে। বিলীনের পথে রয়েছে ধীতপুর ও কুরসি হাট-বাজারও।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাতনী ইউনিয়নের মাকড়া, ধীতপুর, শ্রীপুর, কুরসি, বারপাখিয়া, লোহিন্দাকান্দি এবং গালা ইউনিয়নের বৃহাতকোড়া ও মোহনপুর গ্রামে ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। প্রতিদিনই বসতবাড়ি ও চাষের জমি নদীতে ভেসে যাচ্ছে। ধীতপুর-কুরসি গ্রামের দুটি হাটের অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রতিরোধ ব্যবস্থা না নিলে অবশিষ্ট অংশও কয়েক দিনের মধ্যে যমুনায় তলিয়ে যাবে।

গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার প্রামাণিক, আসমা খাতুন ও চম্পা বেগম জানান, “১৯৮৮ সাল থেকে এ এলাকায় ভাঙন চলছে। অন্তত ১০ থেকে ১২ বার আমাদের বাড়িঘর হারিয়েছি।”
আরেক বাসিন্দা কমেলা খাতুন বলেন, “আমাদের জমি ও ঘরবাড়ি বহুবার নদীতে ভেসে গেছে। আবারও সেই আতঙ্কে দিন কাটছে।”

শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গত পাঁচ থেকে ছয় বছরে সোনাতনী ও গালা ইউনিয়নের অন্তত ২৭০ হেক্টর ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। সাম্প্রতিক ভাঙনে আরও ৭০–১০০ হেক্টর আবাদি জমি হারিয়েছেন কৃষকেরা। নদীর অপর পাড়ে প্রায় ৮০–৯০ হেক্টর নতুন চর জেগে উঠলেও তা এখনো আবাদযোগ্য নয়।

তিনি আরও বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার মাধ্যমে ক্ষতি কিছুটা লাঘবের চেষ্টা চলছে।”

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, “কুরসি ও ধীতপুর এলাকায় ভাঙনের ক্ষতি নিরূপণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে, তারা দ্রুত জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিচ্ছেন।”




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
নোয়াখালীর কবিরহাটে ১৯ বছরের তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তা

নোয়াখালীর কবিরহাটে ১৯ বছরের তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তা