ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালীর কবিরহাটে ১৯ বছরের তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
নোয়াখালীর কবিরহাটে ১৯ বছরের তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ছবির ক্যাপশন: নোয়াখালীর-কবিরহাটে-১৯-বছরের-তরুণীকে-ধর্ষণ,-অভিযুক্ত-গ্রেপ্তার
ad728

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক ১৯ বছর বয়সী তরুণীকে বসতঘরে ঢুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্ত ১৮ বছর বয়সী আরাফাত ইসলাম ওরফে সাকিবকে গ্রেপ্তার করেছে এবং তরুণীর স্বজনদের হাতে হস্তান্তর করেছে। ঘটনা ঘটেছে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। ধর্ষণের শিকার তরুণীর ডাক্তারি পরীক্ষা মঙ্গলবার নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে।

পুলিশ জানায়, আটক আরাফাতকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে ওই তরুণীর সঙ্গে একই উপজেলার এক যুবকের বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর স্বামী তাঁর খোঁজখবর নেওয়া বন্ধ করলে তিনি বাবার বাড়িতে থাকতেন। এ সময় প্রতিবেশী আরাফাত ইসলাম দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করছিলেন।

ধর্ষণের শিকার তরুণী অভিযোগ করেছেন, রাতের কোনো এক সময়ে দরজা খোলার পর আরাফাত ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে আটক করেন এবং থানায় সোপর্দ করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন মিয়া জানিয়েছেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তরুণী নিজেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।”


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয় অনুষদের ডিনদের পদত্যাগের দাবিতে রা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয় অনুষদের ডিনদের পদত্যাগের দাবিতে রা