ঢাকা | বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে ১২ বারের চেষ্টায় ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক প্রথম জয়

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2025 ইং
নিউজিল্যান্ডে ১২ বারের চেষ্টায় ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক প্রথম জয় ছবির ক্যাপশন: অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় উদ্‌যাপন করছে ওয়েস্ট ইন্ডিজ দল — ছবি: এএফপি
ad728

অকল্যান্ডে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ। দ্বাদশ প্রচেষ্টায় এসে অবশেষে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি–টোয়েন্টি ম্যাচ জিতল ক্যারিবীয়রা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে তারা ৭ রানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডকে।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকেছে নিউজিল্যান্ড। ১৫.২ ওভারে ১০০ রানে ৭ উইকেট হারানোর পর জয় পাওয়া তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবে শেষ উইকেটে মিচেল স্যান্টনার ও জ্যাকব ডাফি ২০ বলে ৫০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন।

শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ২০ রান, কিন্তু ১২ রান তুলেই ৯ উইকেটে ১৫৭ রানে থামে তাদের ইনিংস। ম্যাচসেরা রোস্টন চেজ ও জেইডেন সিলস নেন ৩টি করে উইকেট।

নিউজিল্যান্ডের ইনিংসে স্যান্টনার খেলেন ২৮ বলে অপরাজিত ৫৫ রানের ঝড়ো ইনিংস, যা তাকে ইতিহাসে প্রথম অধিনায়ক বানিয়েছে যিনি ৮ নম্বর বা তার নিচের পজিশন থেকে ফিফটি করেছেন। ওপেনার ডেভন কনওয়ে ১৫ বলে ২১ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়ক শাই হোপ করেন ৩৯ বলে ৫৩ রান, রোভম্যান পাওয়েল ৩৩ ও রোস্টন চেজ ২৮ রান যোগ করেন। ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান তোলেন তারা।

নিউজিল্যান্ডের মাটিতে এটিই ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয়; এর আগে ১১ ম্যাচে তারা ৯টিতে হেরেছে ও ২টি ম্যাচ টাই করেছে (একটিতে সুপার ওভারে জিতেছিল)।

আগামীকাল অকল্যান্ডেই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে বিএনপি-যুবদলের তিন নেতার বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অ

তানোরে বিএনপি-যুবদলের তিন নেতার বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অ