ঢাকা | বঙ্গাব্দ

পার্বত্য চুক্তি করতে পেরেছি, বাস্তবায়নও করতে পারব: ঊষাতন তালুকদার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
পার্বত্য চুক্তি করতে পেরেছি, বাস্তবায়নও করতে পারব: ঊষাতন তালুকদার ছবির ক্যাপশন: রাঙামাটির বাঘাইছড়িতে এম এন লারমার ভাস্কর্য উদ্বোধন করছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার। ছবি
ad728

সংবাদদাতা, রাঙামাটি | ৯ নভেম্বর ২০২৫

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, “আমরা পার্বত্য চুক্তি করতে পেরেছি, তাই এর বাস্তবায়নও করতে পারব। এজন্য প্রয়োজন নীতি, আদর্শ, ন্যায়পরায়ণতা, সততা এবং দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন।”

আজ রোববার সকাল ১০টায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শিজকমুখে এম এন লারমার ভাস্কর্য উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জনসংহতি সমিতি ও স্থানীয় জনগণের উদ্যোগে এই ভাস্কর্য নির্মিত হয়।

ঊষাতন তালুকদার বলেন,

“এম এন লারমা ছিলেন দার্শনিক ও বিপ্লবী। তাঁর চিন্তা কেবল জুম্ম জাতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না— তিনি ছিলেন মেহনতি ও নিপীড়িত মানুষের বন্ধু। বিশ্বের শোষণবিরোধী আন্দোলনগুলোর সঙ্গে তিনি পার্বত্য চট্টগ্রামের সংগ্রামকে সংযুক্ত করে দেখেছিলেন।”

তিনি আরও বলেন,

“মানবেন্দ্র নারায়ণ লারমার হত্যার মাধ্যমে একদল কুচক্রী তাঁর স্বপ্ন নষ্ট করতে চেয়েছিল। কিন্তু সেই স্বপ্ন আজও পাহাড়ের ঘরে ঘরে জ্বলছে। জাতির অস্তিত্ব, ভূমির অধিকার ও আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্জনের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলার আঞ্চলিক কমিটির সভাপতি পুলক জ্যোতির চাকমা। প্রধান আলোচক ছিলেন এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা। এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেবপ্রসাদ দেওয়ানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার আহ্ব

বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার আহ্ব