চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা মোহাম্মদ রুহুল আমিন (৫৫) নামে ৫৭ মামলার এক আসামিকে দুবাই থেকে দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেল চারটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।
রুহুল আমিনের বাড়ি পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামে। তাঁর বাবার নাম আবদুস সালাম। চট্টগ্রাম নগরের চাক্তাই ফিশারিঘাটে তাঁর মাছের আড়ত ছিল।
পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে করা অধিকাংশ মামলা চেক প্রতারণা সংক্রান্ত। এর মধ্যে ১০ মামলায় আদালত ইতিমধ্যে তাঁকে সাজা দিয়েছে। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি দুবাইয়ে পালিয়ে যান গ্রেপ্তার এড়াতে। প্রায় পাঁচ বছর পলাতক থাকার পর তিনি সম্প্রতি গোপনে দেশে ফেরার চেষ্টা করেন, কিন্তু বিমানবন্দরেই ধরা পড়েন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, থানার আবেদনের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে পটিয়া থানা পুলিশের হাতে তুলে দেয়। শনিবার রাতে তাঁকে সিলেট থেকে পটিয়ায় আনা হয় এবং রবিবার সকালে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
Jatio Khobor