ঢাকা | বঙ্গাব্দ

অস্বস্তিকর পোশাক পরতে হতো, তাই শাহরুখ খানের ‘ডর’ সিনেমা ফিরিয়ে দেন রাভিনা ট্যান্ডন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
অস্বস্তিকর পোশাক পরতে হতো, তাই শাহরুখ খানের ‘ডর’ সিনেমা ফিরিয়ে দেন রাভিনা ট্যান্ডন ছবির ক্যাপশন: বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন — ইনস্টাগ্রাম থেকে
ad728

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন জানিয়েছেন, শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘ডর’ (১৯৯৩)–এ তাঁকেই প্রথমে নায়িকার ভূমিকায় প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ছবির কিছু দৃশ্যে পোশাক নিয়ে অস্বস্তি বোধ করায় তিনি কাজটি ফিরিয়ে দেন।

সম্প্রতি এএনআই–এর একটি পডকাস্টে রাভিনা বলেন, “ছবিটা অশালীন ছিল না, কিন্তু কিছু দৃশ্যে সাঁতারের পোশাক পরতে হতো। আমি তখনই বলেছিলাম, না, এটা আমি করব না।”

তিনি আরও জানান, ‘প্রেম কয়েদি’ (১৯৯১) সিনেমাটিও প্রথমে তাঁকেই অফার করা হয়েছিল, যা পরে কারিশমা কাপুরের অভিষেক ছবি হয়। রাভিনার ভাষায়, “আমি অহংকারী ছিলাম না, কিন্তু নিজের সীমারেখা নিয়ে সব সময় সচেতন ছিলাম। তাই অনেকেই আমাকে ভুল বুঝত।”

‘ডর’ ছবিতে পরবর্তীতে কিরণের চরিত্রে অভিনয় করেন জুহি চাওলা, আর ছবিটি বলিউডের অন্যতম ক্লাসিক থ্রিলার হিসেবে জায়গা করে নেয়।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বছরের শেষ কোল্ড সুপারমুন আজ রাতে আকাশে উজ্জ্বল ও সবচেয়ে উঁচু

বছরের শেষ কোল্ড সুপারমুন আজ রাতে আকাশে উজ্জ্বল ও সবচেয়ে উঁচু