ঢাকা | বঙ্গাব্দ

সুনামগঞ্জে যাদুকাটা নদীতে নির্বিঘ্নে কাজ করার দাবিতে শ্রমিকদের মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
সুনামগঞ্জে যাদুকাটা নদীতে নির্বিঘ্নে কাজ করার দাবিতে শ্রমিকদের মানববন্ধন ছবির ক্যাপশন: যাদুকাটা নদীর তীরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত হন হাজারো বালু ও বারকি শ্রমিক
ad728

সুনামগঞ্জের যাদুকাটা নদীতে শ্রমিকদের নির্বিঘ্নে কাজের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বালু শ্রমিকরা।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে যাদুকাটা নদীর তীরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে হাজারো বালু ও বারকি শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করেন, আদালতের অনুমতিতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন শুরু হলেও একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে নদীর পার কেটে বালু লুট করছে। অন্যদিকে, নিরীহ শ্রমিকদের বিরুদ্ধে প্রশাসন অভিযানের নামে হয়রানি চালাচ্ছে এবং বিনা অপরাধে তাদের বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হচ্ছে। এতে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের দাবি, যাদুকাটা নদীর ওপর নির্ভর করে অর্ধলক্ষাধিক শ্রমিকের জীবিকা নির্বাহ হয়। অথচ একটি চক্র নদী বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত। তাই তারা প্রশাসনের কাছে নির্বিঘ্নে বালু উত্তোলনের সুযোগ এবং অনাকাঙ্ক্ষিত হয়রানি বন্ধের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন যাদুকাটা নদীতীর বালু শ্রমিক সমিতির সভাপতি রমজান মিয়া, সহসভাপতি শাহিদ মিয়া, সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, আতিকুল ইসলাম ও মাসুক মিয়া।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানসিক পরিবর্তন ছাড়া কোনো সংস্কার কার্যকর করা যায় না: সালাহউ

মানসিক পরিবর্তন ছাড়া কোনো সংস্কার কার্যকর করা যায় না: সালাহউ