ঢাকা | বঙ্গাব্দ

চা-বাগানের টিলায় গরু আর বকের সহাবস্থান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2025 ইং
চা-বাগানের টিলায় গরু আর বকের সহাবস্থান ছবির ক্যাপশন: সিলেটের চা-বাগানে গরুর পাশে খাবারের সন্ধানে নেমেছে একঝাঁক সাদা বক—সহাবস্থানের অনন্য এক দৃশ্য।
ad728

সিলেটের এক চা-বাগানের টিলার ধারে বিকেলের কোমল আলোয় গরু ঘাস খাচ্ছে। গরুর চারপাশে একঝাঁক সাদা বক ব্যস্ত পোকামাকড় ধরতে। গরু যখন ঘাস নাড়ায়, মাটি থেকে বেরিয়ে আসে নানা পোকা—আর সেই সুযোগেই বকগুলো তাদের খাবার পেয়ে যায়।

সবুজ চা-বাগানের ঢালে গরু ও বকের এমন সহাবস্থান প্রকৃতির শান্ত এক ভারসাম্যের প্রতীক। গবাদিপশু আর পাখির পারস্পরিক উপকারিতা যেন এক জীবন্ত সহাবস্থানের গল্প বলে।

এমন দৃশ্য শুধু চা-বাগানেই নয়, বাংলাদেশের গ্রামাঞ্চলের মাঠ ও বনে-বাদাড়েও দেখা মেলে। প্রকৃতির প্রতিদিনের এই নীরব মিলনই মনে করিয়ে দেয়—সহজ জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে পারস্পরিক টিকে থাকার মধ্যেই।


স্থান: সিলেট
ছবি ও প্রতিবেদন: আনিস মাহমুদ
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ, বাসা

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ, বাসা