ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিতের পরপরই রাশিয়ার সামরিক শক্তির প্রদর্শন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিতের পরপরই রাশিয়ার সামরিক শক্তির প্রদর্শন ছবির ক্যাপশন: ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিতের পর রাশিয়া প্রদর্শন করল সামরিক শক্তি
ad728

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হাঙ্গেরিতে নির্ধারিত বৈঠক স্থগিতের ঘোষণার পরপরই রাশিয়া বড় পরিসরের পারমাণবিক মহড়া চালিয়েছে।

ক্রেমলিন প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ সরাসরি প্রেসিডেন্ট পুতিনকে মহড়ার অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দিচ্ছেন।

রাশিয়ার দাবি, বুধবার (২২ অক্টোবর) তারা স্থল, সমুদ্র ও আকাশপথে একযোগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দীর্ঘ-পাল্লার টিইউ-২২এম৩ বোমারু বিমানগুলো বাল্টিক সাগরের আকাশে উড়েছে, যা সম্ভবত ন্যাটো যুদ্ধবিমান দ্বারা পর্যবেক্ষিত হয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভারি ক্ষেপণাস্ত্র হামলা বিনিময়ের মধ্যে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন শান্তি উদ্যোগ আবারও অনিশ্চয়তায় পড়েছে। গত সপ্তাহে ট্রাম্প ও পুতিন ফোনে কথা বলে হাঙ্গেরিতে বৈঠকের ইঙ্গিত দিয়েছিলেন। তবে সোমবার দুই দেশের শীর্ষ কূটনীতিকদের আলোচনার পর হোয়াইট হাউস জানায়— বর্তমানে কোনো বৈঠকের পরিকল্পনা নেই।

ট্রাম্প বলেন, তিনি “অর্থহীন বৈঠক” করতে চান না। অন্যদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, “বৈঠকের তারিখ এখনো নির্ধারিত হয়নি, প্রস্তুতির জন্য সময় লাগবে।” এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, বৈঠক বাতিল নয়, বরং ট্রাম্প এখন এশিয়া সফরে মনোযোগ দিচ্ছেন।

রয়টার্সের তথ্যমতে, বৈঠক স্থগিতের আগে রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল— যুদ্ধবিরতির শর্ত হিসেবে তারা ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে চায়। এই শর্ত ট্রাম্পের “বর্তমান অবস্থান থেকে যুদ্ধ থামানো” প্রস্তাবের সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রায় চার বছর ধরে চলা রুশ আগ্রাসনের মুখে ইউরোপীয় দেশগুলো এখন কিইভের প্রতিরক্ষা জোরদারে আরও সক্রিয়। এই প্রেক্ষাপটে বুধবার সুইডেন ঘোষণা করে, তারা ইউক্রেনে গ্রিপেন যুদ্ধবিমান রপ্তানির বিষয়ে সমঝোতা চুক্তিতে পৌঁছেছে।

সুইডিশ প্রতিরক্ষা নির্মাতা সাব-এর সদর দপ্তর সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিইভ আগামী বছর থেকেই এই বিমান হাতে পেতে চায় এবং অন্তত ১০০টি গ্রিপেন সংগ্রহের পরিকল্পনা রয়েছে। তুলনামূলক কম দামের ও সহজ রক্ষণাবেক্ষণযোগ্য এই যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রের এফ-৩৫ এর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার বৈঠকে বসছেন ইউক্রেনকে ১৬ হাজার ৩০০ কোটি ডলারের ঋণ দিতে— রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করে। মস্কো এই পদক্ষেপকে “চুরি” বলে অভিহিত করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

ইউক্রেনের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “আমাদের এই তহবিল স্বাধীনভাবে ব্যবহার করার অধিকার থাকা উচিত— শুধু অস্ত্র কেনার জন্য নয়, পুনর্গঠনেও।”

ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে তারা ফরাসি-ব্রিটিশ ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ব্রিয়ান্স্ক অঞ্চলের একটি রাসায়নিক স্থাপনায় হামলা চালিয়েছে। অপরদিকে রাশিয়ার পাল্টা হামলায় কিইভ ও আশপাশে ছয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে, এবং দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “আসন্ন শীতের আগে অতিরিক্ত জ্বালানি সহায়তা দিন, না হলে মানবিক সংকট দেখা দিতে পারে।”


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড