বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজ বুধবার ট্রাইব্যুনাল-১–এ এ অভিযোগ উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। ট্রাইব্যুনাল এ বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছে।
প্রসিকিউটর মোনাওয়ার জানান, একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে ফজলুর রহমান মন্তব্য করেন যে তিনি ট্রাইব্যুনালকে মানেন না। তাঁর দাবি, এ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচার করার জন্য; অন্য কোনো অপরাধের বিচার এখানেই হওয়া উচিত নয়।
এ বক্তব্যের প্রসঙ্গে প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ ছাড়াও ‘ক্রাইম এগেইনস্ট পিস’-এর বিচার করতে পারে। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের যে মামলা চলছে, সে বিষয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছেন ফজলুর রহমান।
টক শোর আরেক অংশ উদ্ধৃত করে প্রসিকিউশন জানায়, ফজলুর রহমান বলেছেন, ‘এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে—এই কোর্টে বিচার হইতে পারে না। যারা বিচার করছেন, তাঁদের ভেতরে অন্য কিছু আছে বলে আমার ধারণা।’ প্রসিকিউশনের মতে, জ্যেষ্ঠ আইনজীবী হয়েও তিনি ইচ্ছাকৃতভাবে ট্রাইব্যুনালের বিচার ও গঠনপ্রক্রিয়াকে অবমূল্যায়ন করছেন, যা আদালত অবমাননার শামিল।
শুনানির সময় ট্রাইব্যুনাল-১–এর সদস্য-২ বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এবং সদস্য-১ বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ অনুপস্থিত থাকায় বিষয়টি পরবর্তী তারিখে শুনানি করার সিদ্ধান্ত হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান।
Jatio Khobor