ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে পুকুর খনন বিরোধ: এক্সকাভেটরের নিচে চাপা পড়ে তরুণ নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
রাজশাহীতে পুকুর খনন বিরোধ: এক্সকাভেটরের নিচে চাপা পড়ে তরুণ নিহত ছবির ক্যাপশন: রাজশাহীতে পুকুর খনন বিরোধ: এক্সকাভেটরের নিচে চাপা পড়ে তরুণ নিহত
ad728

রাজশাহীর মোহনপুরে ধানি জমিতে পুকুর খননের প্রতিবাদে এক তরুণকে এক্সকাভেটরের চাকার নিচে চাপা দিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত আহমেদ জোবায়ের (২৩) উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০টার দিকে।

পুলিশ ঘটনার পর এক্সকাভেটরের চালক আবদুল হামিদকে আটক করেছে। স্থানীয়দের বরাতে জানা গেছে, জোবায়ের ও স্থানীয়রা পুকুর খননের প্রতিবাদ জানালে চালক উক্ত যুবককে এক্সকাভেটরের নিচ দিয়ে চলে যান। পরে এলাকাবাসী চালককে আটক করে এক্সকাভেটরে আগুন ধরিয়ে দেয় এবং পুকুর খননের উদ্যোক্তার মোটরসাইকেলও আগুনে জ্বালিয়ে দেয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দীন জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। স্থানীয় নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
একান্ত ভালো লাগার শিল্প উৎসব ‘দায়সারা’ চলছে ধানমন্ডি লেকে

একান্ত ভালো লাগার শিল্প উৎসব ‘দায়সারা’ চলছে ধানমন্ডি লেকে