ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে এক রাতের বৃষ্টিতে উঠতি ধান তলিয়ে, পুকুর ও বাড়ি ক্ষতিগ্রস্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2025 ইং
রাজশাহীতে এক রাতের বৃষ্টিতে উঠতি ধান তলিয়ে, পুকুর ও বাড়ি ক্ষতিগ্রস্ত ছবির ক্যাপশন: প্রসাদপাড়া গ্রামের তলিয়ে যাওয়া ধানের খেত ও ভেসে যাওয়া পুকুরের মাছ।
ad728

এক রাতের বৃষ্টিতে রাজশাহীতে আমন ধান তলিয়ে, পুকুরের মাছ ভেসে গেছে, কাঁচা বাড়িঘর ধসে পড়েছে

রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় এক রাতের প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গোদাগাড়ীর প্রসাদপাড়া, বিল্লী, বিলাসী, বাবুপুর, খড়িয়াকান্দি, রিশিকুল, ভাজনাপাড়া, মৃধাডাইং, আলোকছত্র, তানরের কীজিজিয়া, মোহাম্মদপুর, টাটিহাটি, ছোট পলাশীসহ প্রায় ২০টি গ্রামের প্রায় ৫ হাজার বিঘা উঠতি আমন ধান তলিয়ে গেছে। এ ছাড়া অন্তত ১০টি পুকুর ভেসে গেছে।

প্রসাদপাড়া গ্রামের মো. মোস্তাকিন আলী জানান, তাঁর প্রায় আধা পাকা সাত বিঘা ধান এক রাতের বৃষ্টিতে সম্পূর্ণ তলিয়ে গেছে। একইসঙ্গে তাঁর ছয় বিঘার পুকুরের মাছও ভেসে গেছে। গ্রামবাসী জানিয়েছেন, বৃষ্টিতে গ্রামের কাইম উদ্দিনের বাড়িসহ প্রায় ২০টি কাঁচা বাড়ি ধসে পড়েছে।幸রপর পরিবারের সদস্যরা বাইরে থাকার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, তাঁর ৭২ বছরের জীবনে ১৯৮৬ সালের পর এত পানি দেখেননি। তাঁর প্রায় দেড় বিঘা ধানও পুরোপুরি তলিয়ে গেছে। অনুরূপভাবে কৃষক মাহতাব আলীর পাঁচ বিঘা ধানও নষ্ট হয়েছে।

তানোরের কচুয়া আইডিয়াল কলেজের শিক্ষক ও প্রসাদপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ জিয়াউর রহমান জানান, তাঁর বিল্লী মাঠে ৩০ বিঘা ধান এক সপ্তাহের মধ্যে কাটার উপযোগী ছিল, যা এক রাতের বৃষ্টিতে সম্পূর্ণ তলিয়ে গেছে। ধানের উপর দিয়ে এখন প্রবল স্রোত বয়ে যাচ্ছে।

গ্রামের রাস্তা ও মাঠে পুকুরের মাছ ভেসে যাওয়ায় এলাকাবাসী জাল ব্যবহার করে মাছ ধরছেন। ধানক্ষেতের সোনালি রংও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কিছু বাড়ি সম্পূর্ণ ধসে যাওয়ায় স্থানীয়রা রাস্তার ওপরই আশ্রয় নিচ্ছেন। কাইম উদ্দিনের স্ত্রী রাশিদা বেগম বলেন, “আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, রাস্তার ওপরই থাকতে হবে।”

রাজশাহী অঞ্চলের কৃষক ও গ্রামবাসীরা এখন বৃষ্টির ক্ষতির পর পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন, তবে তুলনামূলকভাবে এত বড় ক্ষতি তারা সাম্প্রতিক দশকগুলিতে খুব কমই দেখেছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ বার কাউন্সিলের ফল প্রকাশ, পাস করেছেন ৭ হাজার ৯১৭ জন

বাংলাদেশ বার কাউন্সিলের ফল প্রকাশ, পাস করেছেন ৭ হাজার ৯১৭ জন