দীর্ঘদিনের দাবি মেনে দেশের কীটনাশক উৎপাদন সহজ করতে শুল্কসুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএমএ) জানায়, এ সিদ্ধান্তের ফলে বালাইনাশকের কাঁচামাল আমদানির ঝামেলা কমবে এবং আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশেই উৎপাদন সম্ভব হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় দুটি মূল সিদ্ধান্ত নেওয়া হয়: প্রথম, বালাইনাশক উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে ওষুধশিল্পের মতো নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা; দ্বিতীয়, উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের তালিকা জাতীয় রাজস্ব বোর্ডে পাঠিয়ে শুল্কসুবিধা নিশ্চিত করা।
বর্তমানে কীটনাশক আমদানিতে শুল্ক মাত্র ৫%, কিন্তু উৎপাদনের কাঁচামালে শুল্ক ৩০–৫৮% হওয়ায় দেশীয় উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছিল। বিএএমএ সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমান আশা করছেন, আগামী ২–৩ বছরের মধ্যে দেশীয় উৎপাদন দেশে চাহিদা মেটাবে এবং রপ্তানির সুযোগ তৈরি হবে। এতে কৃষকের উৎপাদন খরচও কমবে। দেশের বড় উৎপাদনকারী কোম্পানি যেমন এসিআই, ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার ও স্কয়ার ইতোমধ্যে বালাইনাশক উৎপাদনে যুক্ত রয়েছে।
Jatio Khobor