ঢাকা | বঙ্গাব্দ

বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার আহ্বান মঈন খানের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার আহ্বান মঈন খানের ছবির ক্যাপশন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন
ad728

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জানিয়েছেন, বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব না পান, সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে ইসিও সতর্ক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান আব্দুল মঈন খান।

তিনি বলেন, গত তিনটি নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে। সে সময় প্রশাসনের অনেক কর্মকর্তা রাজনৈতিকভাবে ভূমিকা রেখেছিলেন। গত ১৫ বছরে প্রশাসন রাজনৈতিকভাবে গঠিত হয়েছে, যা ১৫ মাসে পরিবর্তন করা সম্ভব নয়—এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে সচেতন করেছি। বিতর্কিত কর্মকর্তারা যেন কোনোভাবেই আগামী নির্বাচনে সম্পৃক্ত না হন, সেটাই আমাদের মূল দাবি।

আব্দুল মঈন খান আরও বলেন, জাতীয় নির্বাচন একটি বৃহৎ আয়োজন। ৩০০ আসনে প্রায় ৪২ হাজার কেন্দ্র রয়েছে। ভোট পরিচালনায় প্রায় ১০ লাখ লোকের প্রয়োজন, যারা সিভিল প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগ থেকে আসেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা যেন স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও জনআন্দোলনের ফলেই আজকের অবস্থায় পৌঁছেছি। নির্বাচন কমিশনকে বলেছি—তারা যেন একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে, কারণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কমিশনের দায়িত্ব।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেনাকর্মকর্তাকে সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়েছে, জানালেন

১৫ সেনাকর্মকর্তাকে সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়েছে, জানালেন