জামালপুর শহরে ইজিবাইকের লাইসেন্স ফি বৃদ্ধি ও পাঁচ দফা দাবিতে ধর্মঘটে নেমেছেন চালক ও মালিকেরা। রবিবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে দুপুর দুইটা পর্যন্ত। এতে শহরের যাত্রীসাধারণ, বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, প্রতিটি ইজিবাইকের লাইসেন্স ফি ৫০০ টাকা বাড়িয়ে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণে রাখতে এক দিন লাল ও পরের দিন সবুজ ইজিবাইক চলাচলের নতুন নিয়ম চালু করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে চালক ও মালিকেরা আজ থেকে ধর্মঘট শুরু করেছেন।
ইজিবাইক চালকদের অভিযোগ, পৌরসভা প্রতি বছর লাইসেন্স ফি বৃদ্ধি করছে, অথচ তাঁদের আয় আগের তুলনায় কমে গেছে। রং পরিবর্তন ও নতুন ফি প্রদানে অতিরিক্ত খরচের কারণে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সকাল ১০টার দিকে শহরের প্রধান সড়কগুলো ফাঁকা দেখা যায়। ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধ থাকায় যাত্রীরা হেঁটে গন্তব্যে যাচ্ছেন। অনেক শিক্ষার্থী কলেজে যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা দেন।
গেটপাড় এলাকায় ইজিবাইক চালক ও মালিকেরা অবস্থান কর্মসূচি পালন করেন এবং স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি, লাইসেন্স ফি বৃদ্ধি ও রং পরিবর্তনের খরচ তাঁদের সামর্থ্যের বাইরে।
জামালপুর পৌরসভা সূত্রে জানা যায়, বর্তমানে শহরে প্রায় ১১ হাজার ইজিবাইক চলাচল করছে, যার মধ্যে ৭ হাজার ৪০০টির লাইসেন্স রয়েছে।
পৌরসভার প্রশাসক মৌসুমী খানম বলেন, চালক ও মালিকেরা ভুল তথ্যের ভিত্তিতে আন্দোলনে নেমেছেন। লাল ও সবুজ রং পৌরসভা নিজেই করবে এবং বাড়তি ৫০০ টাকা চালকদের প্রশিক্ষণ ও কর্মশালায় ব্যয় করা হবে। তাঁদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে।
Jatio Khobor