ঢাকা | বঙ্গাব্দ

তিন এলবিডব্লুতে হ্যাটট্রিক আফিফের, জাতীয় লিগে এবারের প্রথম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
তিন এলবিডব্লুতে হ্যাটট্রিক আফিফের, জাতীয় লিগে এবারের প্রথম ছবির ক্যাপশন: বরিশাল বিভাগের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন আফিফ হোসেন
ad728

টানা তিন এলবিডব্লুতে আফিফের হ্যাটট্রিক, খুলনার বিপক্ষে গুটিয়ে গেল বরিশাল

প্রথমটি এলবিডব্লু, দ্বিতীয়টিও এলবিডব্লু, এরপর তৃতীয়টাও এলবিডব্লু—
টানা তিন ব্যাটসম্যানকে একইভাবে আউট করে ২৭তম জাতীয় ক্রিকেট লিগে প্রথম হ্যাটট্রিকের মালিক হলেন আফিফ হোসেন।

আজ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের প্রথম ইনিংসের শেষ তিন ব্যাটসম্যান—শামসুল ইসলাম, ইয়াসিন আরাফাত ও রুয়েল মিয়াকে একে একে ফিরিয়ে দেন খুলনার এই অফ স্পিনার।

হ্যাটট্রিকের আগে আফিফ ইতিমধ্যে তিনটি উইকেট তুলে নিয়েছিলেন। সব মিলিয়ে বরিশালের প্রথম ইনিংসে তাঁর বোলিং বিশ্লেষণ দাঁড়িয়েছে—১০.৫ ওভারে ৩১ রানে ৬ উইকেট। যদিও এটি তাঁর ক্যারিয়ারসেরা নয়; ২০১৮ সালে রাজশাহীর বিপক্ষে ৬৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

এর আগে গতকাল ম্যাচের প্রথম দিনে খুলনা প্রথম ইনিংসে তোলে ৩১৩ রান। আফিফ ব্যাট হাতে নেমে প্রথম বলেই এলবিডব্লু হয়ে ফেরেন রুয়েলের বলে। ব্যাট হাতে শূন্য রানে আউট হলেও বল হাতে যেন সেই ব্যর্থতার প্রতিশোধ নেন তিনি।

হ্যাটট্রিকের আগে আফিফের শিকার হন সালমান হোসেন (১৭), শামসুর রহমান (৩) ও ফজলে রাব্বি—সালমান বোল্ড, শামসুর ক্যাচ আউট এবং ফজলে এলবিডব্লু।

বরিশাল তাদের প্রথম ইনিংসে ১২৬ রানে অলআউট হয়, ফলে খুলনা পায় ১৮৭ রানের লিড। ফলো-অনে পড়া বরিশাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত করেছে ২ উইকেটে ৮৪ রান।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না