দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম–উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে আরও বলা হয়েছে, নিম্নচাপটির বিস্তার এখন উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।
একই সঙ্গে সারাদেশে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ভোর ৬টা পর্যন্ত দেশের সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ১ মিলিমিটার।
আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। রাজধানীতে উত্তর বা উত্তর–পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
Jatio Khobor