ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে মুঠোফোন ব্যবসায়ীদের বিক্ষোভ: সার্ক ফোয়ারা মোড় অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 10, 2025 ইং
রাজধানীতে মুঠোফোন ব্যবসায়ীদের বিক্ষোভ: সার্ক ফোয়ারা মোড় অবরোধ ছবির ক্যাপশন: রাজধানীতে মুঠোফোন ব্যবসায়ীদের বিক্ষোভ: সার্ক ফোয়ারা মোড় অবরোধ
ad728

রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে মুঠোফোন ব্যবসায়ীরা বিক্ষোভ করছেন। তারা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগ চাচ্ছেন।

আজ বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে ব্যবসায়ীরা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে সড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীরা টায়ার ও কাঠের ফালিতে আগুন ধরিয়ে স্লোগান দেন এবং একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ব্যবসায়ীদের সড়ক অবরোধের কারণে সার্ক ফোয়ারা মোড়ে চারদিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আক্কাছ আলী জানান, অবরোধের কারণে মোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ।

ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়িত হলে লাখ লাখ ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবেন। নতুন নিয়মের ফলে বিশেষ কিছু গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপের কারণে মোবাইলের দাম গ্রাহক পর্যায়ে বেড়ে যাবে।

বিটিআরসি ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রতিটি মুঠোফোন নিবন্ধনের আওতায় আনা হবে এবং অবৈধভাবে আনা ফোন ব্যবহার করা যাবে না। সরকারের পক্ষ থেকে বৈধ পথে ফোন আমদানি ও প্রবাসীদের ফোন আনার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি ঘোষণা করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুনে এক শিশুর মৃত্যু, তদন্ত এখ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুনে এক শিশুর মৃত্যু, তদন্ত এখ