ঢাকা | বঙ্গাব্দ

মিরাজ নিজে জানেন তো তিনি কী করছেন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
মিরাজ নিজে জানেন তো তিনি কী করছেন ছবির ক্যাপশন: কাল মিরাজ করেছেন ৩২ রান
ad728

এক অর্থে ভাগ্যবানই বলা যায় মেহেদী হাসান মিরাজকে! বাংলাদেশের ইতিহাসে আগে কোনো অধিনায়কের কপালে যা জোটেনি, সেটাই জুটেছে তাঁর ভাগ্যে—দেশের প্রথম সুপার ওভারের ম্যাচের নেতৃত্ব দেওয়ার সুযোগ।

তবে এটাকে বড় কোনো অর্জন বলা যাবে না। সুপার ওভার মানেই বাড়তি উত্তেজনা ঠিকই, কিন্তু জেতার মতো ম্যাচ যখন গড়ায় সুপার ওভারে, তখন হতাশাটাই বড় হয়ে ওঠে।

মিরাজের নিজের অনুভূতি জানা না গেলেও, এখন আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে অধিনায়ক হিসেবে তাঁর সিদ্ধান্ত ও পারফরম্যান্স নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কারণ, দল হারলে সব প্রশ্নের তীর আগে লাগে অধিনায়কের দিকেই।

গতকালের দ্বিতীয় ওয়ানডে হারেও তাই মিরাজের ভূমিকা আলোচনায়। কেন বাংলাদেশ হেরেছে, তা বিশ্লেষণে গেলে দেখা যায়—সুপার ওভারে হারের পেছনে তাঁর দায়টাও অস্বীকার করার উপায় নেই। দেশের প্রথম সুপার ওভার অভিজ্ঞতা অধিনায়ক মিরাজের জন্য তাই সুখকর হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ