ঢাকা | বঙ্গাব্দ

দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বিএনপিকে ‘ভিলেন’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে: মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বিএনপিকে ‘ভিলেন’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে: মির্জা ফখরুল ছবির ক্যাপশন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ad728

সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব ইতিবাচক অর্জনের পেছনে বিএনপির ভূমিকা রয়েছে। অথচ আজ সেই বিএনপিকেই ভিলেন হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এমনভাবে কথা বলা হয়, যেন দেশের সব সমস্যার জন্য বিএনপিই দায়ী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে এখন সবচেয়ে প্রয়োজন একটি নির্বাচিত সরকার। কিন্তু দুঃখজনকভাবে কিছু রাজনৈতিক দল নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে।”


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
নবাবগঞ্জে এক মাদ্রাসার ৫ শিশুকে ধর্ষণের অভিযোগ, পলাতক শিক্ষক

নবাবগঞ্জে এক মাদ্রাসার ৫ শিশুকে ধর্ষণের অভিযোগ, পলাতক শিক্ষক