ঢাকা | বঙ্গাব্দ

স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসবেন: ধর্ম উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসবেন: ধর্ম উপদেষ্টা ছবির ক্যাপশন: ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত
ad728

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, জাকির নায়েকের বাংলাদেশে আগমন সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির ওপর নির্ভর করছে। তিনি বলেন, “জাকির সাহেবকে যারা আনার চেষ্টা করছেন, তাদের সঙ্গে আমার দেখা হয়েছে। তবে এটি আমার এখতিয়ার নয়। কোনো বিদেশি অতিথি দেশে আসার বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আমার পছন্দ-অপছন্দ কোনো প্রভাব ফেলবে না। যদি তারা অনুমতি দেন, তবে তিনি আসবেন।”

সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে এক সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, “ধর্ম উপদেষ্টা হিসেবে আমি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারি না। এটি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই জানিয়েছেন যে, এই বিষয়ে তিনি অবহিত নন। তাই শেষ সিদ্ধান্ত তাদেরই গ্রহণ করতে হবে।”




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোট শুরু হচ্ছে আজ

নিউইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোট শুরু হচ্ছে আজ