ঢাকা | বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু, আবেদন ফি ১,০০০ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু, আবেদন ফি ১,০০০ টাকা ছবির ক্যাপশন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস — ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) চলছে পিজিডিআইটি প্রোগ্রামের ভর্তি কার্যক্রম। ফাইল ছবি
ad728

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি–জেইউ) তে ফল ২০২৫ সেশনের পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে।

ভর্তি আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা

কোর্সের মেয়াদ এক বছর (তিন ত্রৈমাসিক), মোট ৩৬ ক্রেডিট ঘণ্টা—এর মধ্যে ৩০ ক্রেডিট তত্ত্ব এবং ৬ ক্রেডিট প্রকল্পভিত্তিক।


 যোগ্যতা

যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী আবেদন করতে পারবেন। ৪ স্কেলে কমপক্ষে ২.৫০ সিজিপিএ বা সমমানের দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।


 ক্লাসের সময়সূচি

  • শুক্রবার: পিজিডিআইটি (নিয়মিত) ও পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার

  • শনিবার: পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর তৃতীয় সেমিস্টার


 ভর্তি পরীক্ষা

  • বিষয়:

    • আইসিটির মৌলিক বিষয় – ২৫ নম্বর

    • মৌলিক গণিত – ২৫ নম্বর

    • ইংরেজি – ১০ নম্বর

  • প্রশ্নের ধরন: এমসিকিউ

  • সময়: ১ ঘণ্টা

  • মোট নম্বর: ৬০


 কোর্সের সুবিধা

১. ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা
২. আধুনিক ল্যাবে ব্যবহারিক ক্লাস
৩. স্বল্প খরচে ও স্বল্প সময়ে ডিপ্লোমা সম্পন্নের সুযোগ
৪. পিজিডিআইটি স্নাতকদের জন্য জাবির এমআইটি প্রোগ্রামে বিশেষ কোটা


 গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫

  • ভর্তি পরীক্ষা: ২১ নভেম্বর ২০২৫, বিকেল ৩টা

  • ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫

  • ভর্তি প্রক্রিয়া: ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত

  • পরীক্ষার স্থান: আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রপ্তানিকারকদের সুবিধা বাড়ল: বৈদেশিক মুদ্রার হিসাব থেকে সোয়াপ

রপ্তানিকারকদের সুবিধা বাড়ল: বৈদেশিক মুদ্রার হিসাব থেকে সোয়াপ