চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম কাস্টমসের দুই কর্মকর্তার প্রাইভেট কারে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয় এবং হামলাকারীরা ‘গুলি কর, গুলি কর’ বলে হুমকি দেয়।
গাড়িতে ছিলেন রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা বদরুল আরেফিন। আসাদুজ্জামান খান জানান, তারা অফিসের পথে যাচ্ছিলেন, হঠাৎ তিনজন হামলাকারী মোটরসাইকেল থেকে গাড়ি থামিয়ে কাচে চাপাতির কোপ দিয়ে হামলা চালায়। পরে একজন গুলি করার নির্দেশ দেয়। গুরুতর কোনো আঘাত না পাওয়ায় তাঁরা প্রাণে বেঁচে যান।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ বলেন, সাম্প্রতিক সময়ে এই কর্মকর্তারা কাস্টমসের বিভিন্ন অনিয়ম, যেমন নিষিদ্ধ পপি বীজ ও ঘন চিনি আমদানির ক্ষেত্রে অনিয়ম ও সিন্ডিকেট চিহ্নিত করেছেন। এর কারণে বিভিন্ন হুমকি ও ফোন পাওয়া গেছে। এই হামলাকেও সেদিকেই সংযুক্ত করা হচ্ছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছেন। তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করা হবে। এর আগে গত ৬ অক্টোবর হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
Jatio Khobor