ঢাকা | বঙ্গাব্দ

সেলিনা হায়াৎ আইভী পেলেন পাঁচ মামলায় হাইকোর্ট জামিন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
সেলিনা হায়াৎ আইভী পেলেন পাঁচ মামলায় হাইকোর্ট জামিন ছবির ক্যাপশন: সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র, যিনি হত্যাসহ পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
ad728

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী হত্যাসহ পৃথক পাঁচ মামলায় জামিন পেয়েছেন। হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ রোববার আইভির জামিন আবেদনের ওপর রুল অ্যাবসলিউট দিয়েছেন।

আইভির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও এস এম হৃদয় রহমান শুনানি করেছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, তিনটি হত্যা মামলা ও দুটি মারাত্মক জখমের মামলায় রুল অ্যাবসলিউটের মাধ্যমে জামিন দেওয়া হয়েছে।

আইভির আইনজীবী এস এম হৃদয় রহমান জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং তিনি ছয় মাস ধরে কারাগারে ছিলেন। আইভী ২০০৩-২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনবার নির্বাচিত হন। চলতি বছরের ৯ মে তাঁকে গ্রেপ্তার করা হয়।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সিনজেনটা বাংলাদেশ দিচ্ছে কৃষি শিক্ষার্থীদের জন্য ‘প্রয়াস সিন

সিনজেনটা বাংলাদেশ দিচ্ছে কৃষি শিক্ষার্থীদের জন্য ‘প্রয়াস সিন