ঢাকা | বঙ্গাব্দ

ওসমান হাদির ওপর হামলায় ক্ষোভ প্রকাশ, কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি জামায়াত আমির শফিকুর রহমানের

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 12, 2025 ইং
ওসমান হাদির ওপর হামলায় ক্ষোভ প্রকাশ, কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি জামায়াত আমির শফিকুর রহমানের ছবির ক্যাপশন: ওসমান হাদির ওপর হামলায় ক্ষোভ প্রকাশ, কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি জামায়াত আমির শফিকুর রহমানের
ad728

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশে যদি নতুন করে ফ্যাসিবাদ বা সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তাহলে তার যথাযথ জবাব দেওয়া হবে—জনগণ সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।

আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তার ভাষায়, ‘বাংলাদেশ কারো বাপ–দাদার জমিদারি নয়, ১৮ কোটি মানুষের দেশ। কাউকে এমন নোংরামি করতে দেওয়া হবে না।’

শফিকুর রহমান বলেন, যারা হত্যাচেষ্টা চালিয়েছে তাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তিনি সরকারকে এ ঘটনায় কোনো ধরনের গাফিলতি না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই হত্যাচেষ্টাকারী কাপুরুষদের দ্রুত ধরে শাস্তি দিতে হবে। জনগণ এসব বরদাশত করবে না।’

হাদির অবস্থা সংকটাপন্ন জানিয়ে জামায়াত আমির বলেন, চিকিৎসক ও তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। তিনি আরও বলেন, ‘জাতি কোনো গুলি বা হামলাকে ভয় পায় না। আমরা গুলির তোয়াক্কা করি না।’ একই সঙ্গে হাদির সুস্থতা কামনা করে তিনি আশা প্রকাশ করেন যে, সুস্থ হয়ে তিনি আবারও “মুক্তির লড়াইয়ে” রাজপথে ফিরতে পারবেন।

এর আগে আজ দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ‘লাইফ সাপোর্ট’-এ রাখা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিবি ক্লাব ক্রিকেট বাঁচাতে তামিমের সিদ্ধান্তকে স্বাগত জানা

বিসিবি ক্লাব ক্রিকেট বাঁচাতে তামিমের সিদ্ধান্তকে স্বাগত জানা