ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের গাড়িতে হামলা, প্রাণনাশের হুমকি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 4, 2025 ইং
চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের গাড়িতে হামলা, প্রাণনাশের হুমকি ছবির ক্যাপশন: চট্টগ্রামে-কাস্টমস-কর্মকর্তাদের-গাড়িতে-হামলা,-প্রাণনাশের-হুমকি
ad728

চট্টগ্রাম নগরে কাস্টমসের দুই কর্মকর্তার প্রাইভেট কারে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। গাড়ি থামিয়ে ভাঙচুর করা হয় এবং কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

গাড়িতে ছিলেন চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান এবং সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন।

আসাদুজ্জামান খান প্রথম আলোকে জানান, অফিসে যাওয়ার পথে তিন ব্যক্তি এসে তাঁদের গাড়ি থামিয়ে কাচ ভাঙতে শুরু করে। তিনি বলেন, “একজন আরেকজনকে বলে, ‘গুলি কর, গুলি কর।’ আমরা দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকি এবং একটি গলিতে ঢুকে প্রাণে বাঁচি।”

গোলির শব্দ শুনেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “গুলির আওয়াজ আমরা শুনিনি, তখন শুধু বাঁচার জন্য দৌড়াচ্ছিলাম।” হামলাকারীরা মোট তিনজন ছিলেন এবং একটি মোটরসাইকেলে এসে একজন চাপাতি দিয়ে গাড়িতে কোপ দেন।

আসাদুজ্জামান জানান, তাঁরা নিয়মিত কাস্টমসের অনিয়ম চিহ্নিত করে প্রতিদিন ১০–১২টি মামলা করেন, যা কিছু স্বার্থান্বেষী ব্যক্তির জন্য ব্যর্থতা সৃষ্টি করেছে। এর জেরে তাঁরা অতীতে হুমকিও পেয়েছেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ বলেন, সম্প্রতি দুই কনটেইনারে আমদানিনিষিদ্ধ পপি বীজ এবং অন্য কনটেইনারে ঘন চিনি ধরা পড়ে। কাস্টমে অনিয়মে জড়িত একটি সিন্ডিকেট ভেঙে দেওয়ার কারণে কর্মকর্তারা হুমকির মুখে আছেন। এছাড়া একজন ফোন করে নিজেকে ‘সাজ্জাদ’ পরিচয় দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছিল।

ঘটনার পর ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ জানান, “আমরা ঘটনাস্থলে আছি, আলামত সংগ্রহ করা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হবে।”

এর আগে ৬ অক্টোবর আসাদুজ্জামান বন্দর থানায় হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছিলেন। বন্দর থানার ওসি মোস্তফা আহমেদ জানান, তিনি নতুন হওয়ায় জিডির বিষয়টি জানেন না, তবে খোঁজ নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
ইসি নির্দেশ: আগামীকাল পর্যন্ত দুর্গম ভোটকেন্দ্রের তালিকা পাঠ

ইসি নির্দেশ: আগামীকাল পর্যন্ত দুর্গম ভোটকেন্দ্রের তালিকা পাঠ