ঢাকা | বঙ্গাব্দ

তরুণদের অনুপ্রেরণা জোগাতে আবার ফিরছে ‘রাইজ অ্যাবাভ অল’

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
তরুণদের অনুপ্রেরণা জোগাতে আবার ফিরছে ‘রাইজ অ্যাবাভ অল’ ছবির ক্যাপশন: আবারও আয়োজন করা হচ্ছে দেশের জনপ্রিয় পাবলিক স্পিকিং ইভেন্ট ‘রাইজ অ্যাবাভ অল ২০২৫’। আসন্ন ৩১ অক্টোবর, শুক্রবার ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে এর নবম আসর।
ad728

আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম অনুপ্রেরণামূলক পাবলিক স্পিকিং ইভেন্ট ‘রাইজ অ্যাবাভ অল ২০২৫’। আসন্ন ৩১ অক্টোবর, শুক্রবার ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে বসবে এই আয়োজনের নবম আসর।

শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও নতুন উদ্যোক্তাদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি এবং দেশের শীর্ষ অর্জনকারীদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। এক মাসব্যাপী প্রচারণার মাধ্যমে দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৩৫টি ক্লাবের মাধ্যমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ডন সামদানি ফ্যাসিলিটেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের ডিজিটাল পার্টনার প্রথম আলো ডটকম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’। সহযোগিতায় রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মাস্টারকার্ড এবং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।

এ বছরের বক্তাদের মধ্যে থাকছেন সুখীর প্রধান নির্বাহী আহমেদ আরমান সিদ্দিকী, ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশিদ, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির প্রধান নির্বাহী নাসিমুল বাতেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয়, আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী রেজওয়ানুল হক, কনটেন্ট ক্রিয়েটর শুভাশীষ ভৌমিক, ইমামি বাংলাদেশের কান্ট্রি হেড তানজীন আলম, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য রুবানা হক এবং ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।

বক্তৃতার পাশাপাশি থাকছে বেশ কিছু বিশেষ সেশন ও প্যানেল আলোচনা। ‘দ্য ব্যাংকিং লেজেন্ডারি ডুয়ো’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান এবং ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার। নারী উদ্যোক্তাদের বিশেষ আলোচনায় অংশ নেবেন ফিট এলিগেন্সের এমডি ওয়াহিদা শরমিন, ইনফ্লুয়েন্সার রাবা খান এবং নারী বক্সার সানজিদা জান্নাত।

এ ছাড়া আয়োজনে থাকছে মাস্টারকার্ড স্পেশাল প্যানেল, মাইন্ড অ্যান্ড বডি সেশন, স্টার্টআপ, এসএমই ও লার্জ বিজনেস প্যানেল, টেক আড্ডা ও ইনফ্লুয়েন্সার আড্ডা। সুখীর উদ্যোগে আয়োজন করা হবে পুশ-আপ চ্যালেঞ্জের ফাইনাল রাউন্ড, যেখানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে মঞ্চে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান, আরিফিন শুভ ও তাসনিয়া ফারিন। দিনশেষে থাকছে জনপ্রিয় ব্যান্ড নেমেসিসের লাইভ পরিবেশনা।

২০১৬ সালে সূচনা হওয়া ‘রাইজ অ্যাবাভ অল’ এখন দেশের অন্যতম প্রভাবশালী পাবলিক স্পিকিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই আয়োজন তরুণ প্রজন্মকে ব্যবসা, মিডিয়া, সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদন জগতের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে যুক্ত করে অনুপ্রেরণার এক অনন্য পরিবেশ তৈরি করে আসছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল