ঢাকা | বঙ্গাব্দ

বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা:

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 11, 2025 ইং
বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা: ছবির ক্যাপশন: বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা:
ad728

ভারতীয় সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে বাতিলের পর প্রথমবার প্রকাশ্যে এলেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। বুধবার দিল্লিতে আয়োজিত অ্যামাজন সম্ভাব সম্মেলনে উপস্থিত হন তিনি। তাঁর সঙ্গে একই মঞ্চে ছিলেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতির বাড়িতে তাঁদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। গায়েহলুদ পর্যন্ত সম্পন্ন হলেও বিয়ের দিন সকালে স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়লে অনুষ্ঠান স্থগিত করা হয়। পরদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় পলাশকেও। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পলাশের অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

৭ ডিসেম্বর স্মৃতি ও পলাশ যৌথভাবে জানান—বিয়ে বাতিল করা হয়েছে, তবে কারণ প্রকাশ করেননি।

বিয়ে ভেঙে যাওয়ার তিন দিন পর সম্মেলনে হাজির হলেও উপস্থাপক মন্দিরা বেদি তাঁকে বিয়ে নিয়ে কোনো প্রশ্ন করেননি। বরং ব্যক্তিগত ঝড়ের মধ্যেও কীভাবে খেলায় মনোযোগ রাখা যায়—সে প্রশ্নে মান্ধানা বলেন, ‘ক্রিকেটের চেয়ে বেশি ভালোবাসি, এমন কিছু নেই। ভারতীয় জার্সি পরার অনুভূতিই আমাকে টানে। মাঠে নামলে ব্যক্তিগত সব সমস্যা পিছনে ফেলে দেওয়া যায়।’

গত মাসে ভারতের নারী দল প্রথমবারের মতো আইসিসি নারী বিশ্বকাপ জিতেছে। সেই স্মৃতি মনে করে মান্ধানা বলেন, ‘বিশ্বকাপ জয় বহু বছরের পরিশ্রমের পুরস্কার। ১২ বছরের লম্বা যাত্রায় অনেক ব্যর্থতা দেখেছি। তাই সেই মুহূর্তটা স্ক্রিনে দেখা, সত্যি হওয়া—গায়ে কাঁটা দেওয়ার মতো অনুভূতি।’

বিশ্বকাপ থেকে শেখার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি আরও বলেন, ‘প্রতিটি ইনিংস শূন্য থেকেই শুরু হয়, আগের ম্যাচে সেঞ্চুরি থাকলেও নয়। আর কখনো নিজের জন্য নয়—দলের জন্য খেলতে হবে।’


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে রাউজান থানার লুট হওয়া অস্ত্র পুকুর সেচে উদ্ধার

চট্টগ্রামে রাউজান থানার লুট হওয়া অস্ত্র পুকুর সেচে উদ্ধার