বাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে উঠেছেন হেমা চাকমা। তিনি তুলে ধরেছেন ভাষা, জাতিগত পরিচয়, লিঙ্গ, ও অর্থনৈতিক অবস্থার কারণে যে বৈষম্যের মুখোমুখি হতে হয় পাহাড়ি তরুণদের, তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। জন্মের সূত্রে নয়, সমাজ ও রাষ্ট্রের কাঠামোগত বৈষম্যই মানুষের সম্ভাবনা কেড়ে নেয়—এই বেদনামিশ্র সত্যই প্রতিফলিত হয়েছে তাঁর লেখায়। হেমার স্বপ্ন, এমন এক বাংলাদেশ যেখানে ভাষা, জাতি, বা লিঙ্গ নয়—মানবিক মূল্যবোধই হবে পরিচয়ের ভিত্তি।