ঢাকা | বঙ্গাব্দ

১২ হাজার কলেজশিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং
১২ হাজার কলেজশিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ছবির ক্যাপশন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১২ হাজার কলেজশিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচির উদ্বোধন ও সনদ প্রদান অনুষ্ঠান — ছবি: সংগৃহীতf
ad728


তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় ২০২৬ সালের মধ্যে ১২ হাজার কলেজশিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় (জাতীয় ইউ)

এর অংশ হিসেবে দেশের বিভিন্ন কলেজের ৯০ জন আইসিটি শিক্ষককে কোর ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে তাঁরা সারা দেশের ৯০০ জন শিক্ষককে মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দেবেন, যারা পর্যায়ক্রমে প্রায় ১২ হাজার শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। এসব প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নতুন পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি কোর্সে পাঠদান করবেন।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আইসিটি ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ, পরিকল্পনা মন্ত্রণালয়ের সদস্য কাইয়ুম আরা বেগম, এবং প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মো. আবদুর রফিক, এবং ইউনিসেফের চিফ অব এডুকেশন দীপা শংকর
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. আবুদ্দারদা স্বাগত বক্তব্য দেন। শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৯০ জন কোর ট্রেইনারকে সনদ প্রদান করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেলিনা হায়াৎ আইভী পেলেন পাঁচ মামলায় হাইকোর্ট জামিন

সেলিনা হায়াৎ আইভী পেলেন পাঁচ মামলায় হাইকোর্ট জামিন