নারীরা চলাফেরা ও আচরণের ক্ষেত্রে যে ধরনের বাধার মুখোমুখি হচ্ছেন, তা কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য।
আজ বুধবার রাজধানীর গুলশানে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘চ্যালেঞ্জিং সোশ্যাল নমর্স অ্যান্ড পাওয়ার ডায়নামিকস: টুওয়ার্ডস এ ফেয়ার-ফ্রি ফিউচার’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি বলেন, নারীরা পরিবার, সমাজ ও প্রশাসনের কোনো স্থানে নিরাপত্তা পাচ্ছেন না। তিনি বিশেষ করে ঢাকার বাইরের নারীদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
দেবপ্রিয় ভট্টাচার্য জানান, নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে তারা ঢাকার বাইরে প্রাক্–নির্বাচনী সভা করছেন, যেখানে জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক ও সামাজিক প্রত্যাশা ও দুর্নীতি বিষয়ে মতামত নেওয়া হচ্ছে। প্রথমদিকে সুশাসন ও দুর্নীতিই সবচেয়ে বড় বিষয় ছিল, এখন নিরাপত্তা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের কারণে নারীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, নতুন দরিদ্রদের বড় অংশ নারী। সাংস্কৃতিক নিরাপত্তা হ্রাস ও পারিবারিক আচরণের পরিবর্তনের কারণে নারীদের সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণও বাধাপ্রাপ্ত হচ্ছে। রাজনৈতিক মত প্রকাশের ক্ষেত্রে নারীরা পুরুষের তুলনায় আরও নিরাপত্তাহীন।
সংলাপে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
Jatio Khobor