ঢাকা | বঙ্গাব্দ

ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়, তদন্তে মিলেছে প্রমাণ: প্রধান প্রসিকিউটর

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 17, 2025 ইং
ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়, তদন্তে মিলেছে প্রমাণ: প্রধান প্রসিকিউটর ছবির ক্যাপশন: ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়, তদন্তে মিলেছে প্রমাণ: প্রধান প্রসিকিউটর
ad728

১৩ বছর আগে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে পরবর্তী সময়ে হত্যা করা হয়েছে—এমন তথ্য তদন্তে পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বুধবার ট্রাইব্যুনালে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তাজুল ইসলাম জানান, তদন্তে দেখা গেছে ইলিয়াস আলীকে ঢাকার বনানী এলাকা থেকে তুলে নেওয়া হয় এবং পরে তাঁকে হত্যা করা হয়। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের দুবারের সংসদ সদস্য ইলিয়াস আলী ২০১২ সালের এপ্রিলে নিখোঁজ হন। এরপর দীর্ঘদিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। এরপর আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম ও হত্যার ঘটনাগুলোর তদন্ত শুরু হয়। এসব ঘটনার অন্যতম মূল পরিকল্পনাকারী হিসেবে র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

প্রধান প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের তদন্তে জিয়াউল আহসানের বিরুদ্ধে এক শর বেশি মানুষকে গুমের পর হত্যার অভিযোগের তথ্য পাওয়া গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সেনাবাহিনীর চাকরি হারিয়ে গ্রেপ্তার হওয়া জিয়াউলের বিরুদ্ধে ইলিয়াস আলীসহ একাধিক গুমের ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।

তাজুল ইসলাম আরও বলেন, ২০১৫ সালে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে গুম করে ভারতে পাচার করার ঘটনাতেও জিয়াউল আহসানের ভূমিকা ছিল। পাশাপাশি ২০১৩ সালে ঢাকার তেজগাঁও এলাকা থেকে বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনসহ আটজনকে তুলে নেওয়ার ঘটনাটি তাঁর নির্দেশ ও সরাসরি তত্ত্বাবধানে সংঘটিত হয়।

এ ছাড়া ইসলামী ছাত্রশিবিরের নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির ও চৌধুরী আলমসহ একাধিক ব্যক্তিকে গুমের ঘটনায়ও জিয়াউল আহসান জড়িত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

প্রসিকিউশন পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তা আমলে নেয়। তাজুল ইসলাম জানান, গুম সংক্রান্ত তদন্তে মোট প্রায় ৫০০ মানুষকে হত্যার তথ্য প্রসিকিউশনের হাতে এসেছে।

উল্লেখ্য, ইলিয়াস আলীসহ বিরোধী রাজনৈতিক নেতাদের গুমের ঘটনায় দীর্ঘদিন ধরেই তৎকালীন সরকারের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অভিযোগ ছিল। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো এ বিষয়ে উদ্বেগ জানালেও সে সময় সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছিল।

meta keyword

নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর: মুশফিক, সাকিব ও রেকর্ডের প

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর: মুশফিক, সাকিব ও রেকর্ডের প