ঢাকা | বঙ্গাব্দ

ওসমান হাদির ওপর হামলা: জড়িতদের ছাড় দেওয়া হবে না — প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 16, 2025 ইং
ওসমান হাদির ওপর হামলা: জড়িতদের ছাড় দেওয়া হবে না — প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছবির ক্যাপশন: ওসমান হাদির ওপর হামলা: জড়িতদের ছাড় দেওয়া হবে না — প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ad728

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, এই ষড়যন্ত্রে জড়িতরা যেখানেই থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয়ভীতি, সন্ত্রাস বা রক্তপাতের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো সম্ভব নয় বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ড. ইউনূস বলেন, বিজয়ের আনন্দের দিনে তিনি গভীর ব্যথিত হৃদয়ে জাতির সামনে দাঁড়িয়েছেন। তার ভাষায়, জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথচলার ওপর সরাসরি আঘাত।

তিনি জানান, শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। একই সঙ্গে তিনি জনগণকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচার ও গুজবে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, যারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, সেই ফ্যাসিস্ট সন্ত্রাসী শক্তিকে সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে। তাদের কোনো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কখনো ফিরে আসতে পারবে না।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য