ঢাকা | বঙ্গাব্দ

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ৪৪ জনের খালাস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ৪৪ জনের খালাস ছবির ক্যাপশন: শেখ হাসিনার গাড়িবহরে হামলা
ad728

২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক এমপি হাবিব উল ইসলাম হাবিবসহ ৪৪ জনকে হাইকোর্ট খালাস দিয়েছেন।

আজ বুধবার (২২ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আমিনুল ইসলাম, আর রাষ্ট্রপক্ষের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান। রায়ে আদালত উল্লেখ করেছে যে, বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, যদিও কোনো ঘটনা ঘটেনি, তবে পূর্বের সরকার আদালতকে ব্যবহার করে সাজা প্রদান করেছিল। এর আগে একই ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলাতেও আসামিরা খালাস পেয়েছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হার্ভার্ড গবেষকদের মতে স্ক্রিনমুক্ত এই ৮টি অভ্যাস শিশুর বুদ্

হার্ভার্ড গবেষকদের মতে স্ক্রিনমুক্ত এই ৮টি অভ্যাস শিশুর বুদ্