ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪৪ শিক্ষার্থী ও ৩০ শিক্ষক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪৪ শিক্ষার্থী ও ৩০ শিক্ষক ছবির ক্যাপশন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি
ad728

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ৯ নভেম্বর ২০২৫:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (আইটি) অনুষদের ৪৪ জন শিক্ষার্থী ও ৩০ জন শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের তিন বছরের (২০২১, ২০২২ ও ২০২৩) এবং শিক্ষকদের পাঁচ বছরের (২০২১–২০২৫) অর্জনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানটি ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আইটি অনুষদে অনুষ্ঠিত হয়। ডিন অধ্যাপক উপমা কবিরের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞানী মোবারক আহমেদ খান (সোনালি ব্যাগ উদ্ভাবক ও বাংলাদেশ পাটকল করপোরেশনের সাবেক বৈজ্ঞানিক উপদেষ্টা) অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

অনুষদের পাঁচটি বিভাগ থেকে মোট ৪৪ জন শিক্ষার্থী মেধাভিত্তিক এই অ্যাওয়ার্ড পান। এছাড়া দেশি–বিদেশি স্বীকৃত জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধ এবং মৌলিক গ্রন্থের জন্য ৩০ জন শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন,

“মেধার অন্যতম ভিত্তি হলো পরিশ্রম। এই পুরস্কার তোমাদের নিবেদন ও অধ্যবসায়ের স্বীকৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গৌরবময় পরম্পরা, তা তোমরা অব্যাহত রেখেছো — এটাই আমাদের গর্ব।”

অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যানরা শিক্ষার্থী পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন, আর শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন অনুষদের ডিন অধ্যাপক উপমা কবির।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কুলছাত্রীর সংগ্রহীত স্মৃতিকথা: মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর ছবি উঠ

স্কুলছাত্রীর সংগ্রহীত স্মৃতিকথা: মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর ছবি উঠ