ঢাকা | বঙ্গাব্দ

দুই উপদেষ্টার পদত্যাগে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করলেন প্রধান উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 11, 2025 ইং
দুই উপদেষ্টার পদত্যাগে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করলেন প্রধান উপদেষ্টা ছবির ক্যাপশন: দুই উপদেষ্টার পদত্যাগে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করলেন প্রধান উপদেষ্টা
ad728

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগের পর শূন্য হওয়া তিনটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিন উপদেষ্টাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করবেন অধ্যাপক আসিফ নজরুল। অন্যদিকে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আদিলুর রহমান খানকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ফলে তিনিও এখন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। তিনিও এখন তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। পদত্যাগের আগে মাহফুজ দায়িত্বে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এবং আসিফ স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে।

বুধবার বিকেল পাঁচটায় তাঁরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাঁদের পদত্যাগ কার্যকর হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েল ফেরত ফিলিস্তিনি মরদেহে নির্যাতনের চিহ্ন, যুদ্ধবিরতি

ইসরায়েল ফেরত ফিলিস্তিনি মরদেহে নির্যাতনের চিহ্ন, যুদ্ধবিরতি