ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধে স্থবির শিবচর

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2025 ইং
মাদারীপুরে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধে স্থবির শিবচর ছবির ক্যাপশন: মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরের প্রধান সড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধে অংশ নিচ্ছেন তাঁর অনুসারীরা — ছবি: প্রথম আলো
ad728

মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিবচর উপজেলা। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁর সমর্থকেরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। এতে শিবচরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা দাবি করেন, অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

বিক্ষোভে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা, পৌর বিএনপির সদস্যসচিব আজমল হোসেন সেলিম খানসহ উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতারা।

বিক্ষোভে আজমল হোসেন বলেন, “কামাল জামান মোল্লাই শিবচরের প্রকৃত প্রার্থী। তাঁর পরিবর্তে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে আমরা কঠোর আন্দোলনে যাব, প্রয়োজনে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করব।”

মনোনয়ন স্থগিতের বিষয়ে কামাল জামান মোল্লা বলেন, “শিবচরের ৮০ ভাগ মানুষ আমাকে পছন্দ করেন। কিছু কুচক্রী মহল আমার ভাবমূর্তি নষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়েছে। আমি বিএনপির কর্মী হিসেবেই রাজপথে আছি, আওয়ামী লীগে নয়।”

উল্লেখ্য, গত সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষিত প্রার্থীদের তালিকায় মাদারীপুর-১ আসনে মনোনয়ন পান কামাল জামান মোল্লা। তবে মঙ্গলবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁর মনোনয়ন স্থগিত করা হয়।

এর আগে এই আসনের মনোনয়ন না পেয়ে বিএনপির আরেক নেতা সাজ্জাদ হোসেন সিদ্দিকীর অনুসারীরা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় টায়ার জ্বালিয়ে দুই ঘণ্টা বিক্ষোভ করেছিলেন।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আলোচনা ছেড়ে রাজপথে দলগুলো: উত্তপ্ত নভেম্বরের আভাস

আলোচনা ছেড়ে রাজপথে দলগুলো: উত্তপ্ত নভেম্বরের আভাস