ঢাকা | বঙ্গাব্দ

মির্জা আব্বাস বললেন, গণতন্ত্র ফিরছে, বিএনপি জনগণের পাশে থাকবে

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 20, 2025 ইং
মির্জা আব্বাস বললেন, গণতন্ত্র ফিরছে, বিএনপি জনগণের পাশে থাকবে ছবির ক্যাপশন: মির্জা আব্বাস বললেন, গণতন্ত্র ফিরছে, বিএনপি জনগণের পাশে থাকবে
ad728

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “বাংলাদেশে যে গণতন্ত্র শহীদ জিয়ার হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশনেত্রী খালেদা জিয়া লালন করেছেন, আজ সেই গণতন্ত্রের ফিরতি নিয়ে আসছেন তারেক রহমান। তারেক রহমান আসছে মানে গণতন্ত্র ফেরত আসছে। দেশের জনগণ তাকে স্বাগত জানাতে প্রস্তুত।”

শনিবার রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস আরও বলেন, “দেশের যারা ভালো চায় না, তারা মানুষরূপী শয়তান। এরা ’৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে, ’৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছে এবং দেশের শান্তি চায় না। তাদের কার্যক্রম ধারাবাহিক এবং বিপজ্জনক।”

প্রধান অতিথির বক্তব্যে তিনি সতর্ক করে বলেন, “গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারবে না। যারা ষড়যন্ত্র করছেন, সাবধান হন।”

তিনি সরকারের প্রতি অভিযোগ করে বলেন, “আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু সরকার দেশবিরোধীদের সঙ্গে চলছেন। যখন অগ্নিসন্ত্রাস ও মব হচ্ছে, তখন আইনশৃঙ্খলা বাহিনী কার্যকরভাবে নেই। উল্টো বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। সরকারকে অবিলম্বে মব ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

মির্জা আব্বাস বলেন, “বিএনপি গণতন্ত্রের রক্ষক, ভক্ষক নয়। আমরা হত্যা, মব বা গুমের রাজনীতি করি না, তবে দেশের অস্থিতিশীলতার চেষ্টা করলে প্রতিহত করা হবে। ২৪-এর অধিকার মানুষ রক্ত দিয়ে অর্জন করেছে, সেই অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না। শহীদ জিয়া ও খালেদা জিয়ার পথ অনুসরণ করে, এবারও বিএনপি জনগণের পাশে থাকবে।”

সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের প্রার্থী নবী উল্লাহ নবী, ১০ আসনের প্রার্থী শেখ রবিউল আলম, ৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ৭ আসনের প্রার্থী হামিদুর রহমান হামিদ, ৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, হারুনুর রশিদ, আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, সাইদুর রহমান মিন্টু, মনির চেয়ারম্যান, মোশাররফ হোসেন খোকন প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
মানসিক সংস্কার ছাড়া বাস্তব সংস্কার সম্ভব নয়: সালাহউদ্দিন আহম

মানসিক সংস্কার ছাড়া বাস্তব সংস্কার সম্ভব নয়: সালাহউদ্দিন আহম