ঢাকা | বঙ্গাব্দ

হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ ছবির ক্যাপশন: সাবেক মেয়র আতিকুল ইসলামক
ad728

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন।

এর আগে সকালে আতিকুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর উত্তরা পশ্চিম থানায় করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান ব্যবসায়ী তাজুল ইসলাম। এ ঘটনায় দায়ের করা মামলায় তৎকালীন মেয়র আতিকুল ইসলামের নাম আসামির তালিকায় রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ