ঢাকা | বঙ্গাব্দ

‘সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব’—গণভোট দাবিতে হুঁশিয়ারি জামায়াত নেতা তাহেরের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
‘সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব’—গণভোট দাবিতে হুঁশিয়ারি জামায়াত নেতা তাহেরের ছবির ক্যাপশন: পল্টনে গণভোট দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের — ছবি: প্রথম আলো
ad728

গণভোটের তারিখ ঘোষণায় দেরি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “সোজা আঙুলে যদি ঘি না ওঠে, তবে আঙুল বাঁকা করব।”

তাহের বলেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করলেও এখনো গণভোটের তারিখ জানায়নি। নির্বাচনের আগে গণভোট দিতে হবে, নইলে নতুন পথ বের হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আটটি রাজনৈতিক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। নির্বাচনের আগে গণভোট না হলে দেশ অস্থিতিশীলতার দিকে যাবে বলেও সতর্ক করেন তাঁরা।

সমাবেশ শেষে আট দলের প্রতিনিধিরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেন।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
ট্রাম্প ঘোষণা, হামাসের বিরুদ্ধে অভিযান-গাজায় সেনা পাঠাতে অনি

ট্রাম্প ঘোষণা, হামাসের বিরুদ্ধে অভিযান-গাজায় সেনা পাঠাতে অনি