ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন নিষেধাজ্ঞায় রুশ তেল কোম্পানির ওপর চাপ, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
মার্কিন নিষেধাজ্ঞায় রুশ তেল কোম্পানির ওপর চাপ, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ছবির ক্যাপশন: মার্কিন-নিষেধাজ্ঞায়-রুশ-তেল-কোম্পানির-ওপর-চাপ,-বিশ্ববাজারে-তেলের-দাম-বেড়েছে
ad728

রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জারির পর বিশ্ববাজারে একলাফে বেড়েছে তেলের দাম। সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ থেকেই এই ঊর্ধ্বগতি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

আজ বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় ২ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। এক দিন আগেই ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়ার গড়িমসির অভিযোগ তুলে দেশটির তেল জায়ান্ট রোসনেফট ও লুকঅয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।

নিষেধাজ্ঞার পর আজ জিএমটি সময় ৩টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৯টা ৩ মিনিট) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৬ ডলার বা ২ দশমিক ৪৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৪ দশমিক ১৫ ডলারে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৩ ডলার বা ২ দশমিক ৬২ শতাংশ বেড়ে হয় ৬০ দশমিক শূন্য ৩ ডলার।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণদের অনুপ্রেরণা জোগাতে আবার ফিরছে ‘রাইজ অ্যাবাভ অল’

তরুণদের অনুপ্রেরণা জোগাতে আবার ফিরছে ‘রাইজ অ্যাবাভ অল’