ঢাকা | বঙ্গাব্দ

বছরের শেষ কোল্ড সুপারমুন আজ রাতে আকাশে উজ্জ্বল ও সবচেয়ে উঁচুতে দেখা যাবে

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 4, 2025 ইং
বছরের শেষ কোল্ড সুপারমুন আজ রাতে আকাশে উজ্জ্বল ও সবচেয়ে উঁচুতে দেখা যাবে ছবির ক্যাপশন: বছরের শেষ কোল্ড সুপারমুন আজ রাতে আকাশে উজ্জ্বল ও সবচেয়ে উঁচুতে দেখা যাবে
ad728

কিআ ডেস্ক: ৪ ডিসেম্বর রাত আকাশে বছরের শেষ ও দ্বিতীয় বৃহত্তম পূর্ণিমা চাঁদ দেখা যাবে, যা ‘কোল্ড সুপারমুন’ নামে পরিচিত। শীতকালীন আকাশে উজ্জ্বলতার কারণে এই চাঁদকে ‘লং নাইট মুন’ও বলা হয়। সুপারমুন হওয়ায় এটি সাধারণ চাঁদের তুলনায় বড় ও উজ্জ্বল মনে হবে।

আজ সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে চাঁদ পূর্ণ রূপ নেবে। বৃষ রাশির নক্ষত্রমণ্ডল পেরিয়ে দিগন্তে উঠার সময় এটি সবচেয়ে বড় ও চোখধাঁধানো মনে হবে। পূর্ণিমা দেখার সেরা সময় হলো দিগন্তে উদয়ের মুহূর্ত।

এটি টানা চারটি সুপারমুনের মধ্যে তৃতীয়। এর আগে গত নভেম্বরে ‘বিভার মুন’ দেখা গেছে। সুপারমুনের সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে আসে, যা ‘পেরিজি’ নামে পরিচিত। ফলে চাঁদ সাধারণের তুলনায় প্রায় ১০ শতাংশ বড় দেখা যায়।

বাংলাদেশে আজ সন্ধ্যার পর দিগন্তের খোলা আকাশ বা ছাদ থেকে চাঁদ দেখা সবচেয়ে মোহনীয় হবে। চাইলে দূরবিন বা মোবাইল ক্যামেরা দিয়ে জুম করে দেখারও সুযোগ আছে। ডিসেম্বরের কোল্ড মুন অন্যান্য মাসের পূর্ণিমার তুলনায় আকাশে সবচেয়ে উঁচুতে ওঠে, কারণ উত্তর গোলার্ধে শীতকালে সূর্য দিনের মধ্যে নিচে থাকে এবং বিপরীতদিকে থাকা চাঁদ রাতে উচ্চতম স্থানে ওঠে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েল ফেরত ফিলিস্তিনি মরদেহে নির্যাতনের চিহ্ন, যুদ্ধবিরতি

ইসরায়েল ফেরত ফিলিস্তিনি মরদেহে নির্যাতনের চিহ্ন, যুদ্ধবিরতি