ঢাকা | বঙ্গাব্দ

ফেনীর উত্তর বিরিঞ্চিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রমাণ হিসেবে থাকা প্রাচীন বিমানঘাঁটির ইতিহাস

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 21, 2025 ইং
ফেনীর উত্তর বিরিঞ্চিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রমাণ হিসেবে থাকা প্রাচীন বিমানঘাঁটির ইতিহাস ছবির ক্যাপশন: ফেনীর উত্তর বিরিঞ্চিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রমাণ হিসেবে থাকা প্রাচীন বিমানঘাঁটির ইতিহাস
ad728

ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকা, শহরের মূলকেন্দ্র ট্রাংক রোড থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে, ইট বিছানো একটি প্রাচীন রাস্তা চোখে পড়ে। এলাকা প্রবীণদের স্মৃতিতে এটি কোনো সাধারণ রাস্তা নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ-মার্কিন মিত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির রানওয়ে ছিল।

১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এই বিমানঘাঁটি নির্মাণ করে। ফেনী বিমানঘাঁটি ছিল ব্রিটিশ-মার্কিন মিত্র বাহিনীর বার্মা অভিযানের কৌশলগত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে মোতায়েন ছিল বিমান বিধ্বংসী কামান, যুদ্ধবিমান, যোগাযোগ কেন্দ্র ও রক্ষণাবেক্ষণ ডিপো। ফেনী থেকে বার্মায় মাঝারি পাল্লার বোমারু বিমান দিয়ে জাপানি বাহিনীর ওপর আক্রমণ চালানো হতো এবং সেনাদের জন্য গোলাবারুদ ও সরঞ্জাম সরবরাহ করা হতো।

যুদ্ধ শেষে ১৯৪৫ সালে বিমানঘাঁটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে রানওয়ে ও অবকাঠামো ক্ষয়প্রাপ্ত হয়। বর্তমানে বিমানঘাঁটির স্থানে বসতবাড়ি, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিজমি গড়ে উঠেছে। তবে উত্তর বিরিঞ্চিতে ঝোপঝাড়ে ঢাকা পড়ে থাকা দুটি ২০ ফুট উঁচু হ্যাঙ্গার ওয়াল এখনও টিকে আছে, যা যুদ্ধের সাক্ষী হিসেবে গুরুত্বপূর্ণ।

স্থানীয়রা স্মৃতিচারণে বলেন, তখন বিমান ওঠানামার দৃশ্য ও কামানের গর্জন দৈনন্দিন জীবনের অংশ ছিল। উত্তর বিরিঞ্চি এলাকার সাংবাদিক রফিকুল ইসলাম উল্লেখ করেন, প্রজন্মের ইতিহাস জানা এবং স্মৃতিচিহ্ন সংরক্ষণের জন্য এসব দেয়াল গুরুত্বপূর্ণ।

ফেনী বিমানঘাঁটির ইতিহাস বিভিন্ন বই ও প্রকাশনাতেও উল্লেখ রয়েছে। জমির আহমেদের ফেনীর ইতিহাস গ্রন্থে উল্লেখ আছে, যুদ্ধের সময় ফেনী অঞ্চলে মিত্র বাহিনী ঘাঁটি স্থাপন করে এবং স্থানীয় মানুষদের সরিয়ে অন্যত্র পাঠানো হয়েছিল। প্রখ্যাত সাংবাদিক এবিএম মূসার আত্মজীবনীতে স্থানীয় জীবন ও যুদ্ধের প্রভাবের বর্ণনা পাওয়া যায়।

আজও উত্তর বিরিঞ্চির এই প্রাচীন হ্যাঙ্গার দেয়াল এবং রানওয়ে ক্ষুদ্র অংশ ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি স্মরণ করিয়ে দিতে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪০০ প্রজাতির পাখির ছবি তুলেছেন রাজশাহীর এই দম্পতি

৪০০ প্রজাতির পাখির ছবি তুলেছেন রাজশাহীর এই দম্পতি