ঢাকা | বঙ্গাব্দ

রিটার্নিং কর্মকর্তাদের অফিসে নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ্ট্র সচিবকে ইসির চিঠি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
রিটার্নিং কর্মকর্তাদের অফিসে নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ্ট্র সচিবকে ইসির চিঠি ছবির ক্যাপশন: রিটার্নিং কর্মকর্তাদের অফিসে নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ্ট্র সচিবকে ইসির চিঠি
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে সারাদেশে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ অফিসগুলোতে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামাল এবং যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই অফিসগুলোতে নথি ও নির্বাচনি মালামালের সুরক্ষা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক বলে ইসি উল্লেখ করেছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
ওসমান হাদির ওপর হামলা: জড়িতদের ছাড় দেওয়া হবে না — প্রধান উপদ

ওসমান হাদির ওপর হামলা: জড়িতদের ছাড় দেওয়া হবে না — প্রধান উপদ