ঢাকা | বঙ্গাব্দ

আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সালাহউদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সালাহউদ্দিন ছবির ক্যাপশন: আসিফ নজরুল ও সালাহউদ্দিন আহমেদ
ad728

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে সালাহউদ্দিন আহমদের এ সাক্ষাতের উদ্দেশ্য স্পষ্টভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে প্রতীক ব্যবহারের নিয়ম নিয়ে আলোচনা করতেই তিনি আইন মন্ত্রণালয়ে যাচ্ছেন।

অন্যদিকে, আরেকটি সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফিরতে পারেন। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
‘এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য দারুণ সহায়ক’

‘এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য দারুণ সহায়ক’