ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরমুখী মিছিলে পুলিশের বাধা, শ্রমিকদের অনশন কর্মসূচির ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
চট্টগ্রাম বন্দরমুখী মিছিলে পুলিশের বাধা, শ্রমিকদের অনশন কর্মসূচির ঘোষণা ছবির ক্যাপশন: চট্টগ্রাম নগরের আগ্রাবাদের বাদামতল মোড় থেকে মিছিল নিয়ে চট্টগ্রাম বন্দর থানা এলাকার দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। আজ বেলা সাড়ে ১১টায়
ad728

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)সহ কোনো স্থাপনা দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। মিছিলটি চট্টগ্রাম বন্দর অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। বুধবার সকালে নগরের আগ্রাবাদ এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ইজারা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে ঘোষণা দেন, আগামী ১ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শ্রমিকরা অনশন কর্মসূচি পালন করবেন।

বেলা ১১টার দিকে আগ্রাবাদের বাদামতলী মোড়ে স্কপের চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত সমাবেশে শতাধিক শ্রমিক অংশ নেন। সেখানে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) চট্টগ্রাম জেলা সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, চট্টগ্রাম বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, বিএলএফের সাংগঠনিক সম্পাদক রবিউল হক প্রমুখ।

সমাবেশে কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, ‘শ্রমিকদের দাবি মেনে না নিলে আমরা বাধ্য হয়ে সভা-সমাবেশ ও হরতালসহ আরও কঠোর কর্মসূচিতে যাব।’


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
পার্বত্য চুক্তি করতে পেরেছি, বাস্তবায়নও করতে পারব: ঊষাতন তাল

পার্বত্য চুক্তি করতে পেরেছি, বাস্তবায়নও করতে পারব: ঊষাতন তাল