ঢাকা | বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়ায় এককভাবে নির্বাচনে যাচ্ছে এলডিপি: অলি আহমদ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়ায় এককভাবে নির্বাচনে যাচ্ছে এলডিপি: অলি আহমদ ছবির ক্যাপশন: বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়ায় এককভাবে নির্বাচনে যাচ্ছে এলডিপি: অলি আহমদ
ad728

বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

অলি আহমদ বলেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে। তিনি বলেন, ‘দলের যেসব প্রার্থী নির্বাচন করতে আগ্রহী, তারা প্রস্তুতি নেবেন। এলডিপি মাঠে থেকে এককভাবেই নির্বাচন করবে।’

বিএনপির সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে অলি আহমদ বলেন, ‘বিএনপির বিপদের দিনে সবাই আমার বাসায় আসত, টেলিফোন করত। কিন্তু এখন কোনো বিএনপি নেতার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়নি। আমরা শর্টলিস্ট দিয়েছি, তারা অন্তত একটি ফোন করে আলোচনা করতে বলতে পারত। আমরা ১৪ বা ১২টি আসন চাইনি, অন্তত ৮-৯টি আসন দিলে দলটি টিকে থাকত। কিন্তু মাত্র একটি আসন দেওয়া হয়েছে।’

এভাবে অবমূল্যায়ন করা হবে, তা কল্পনাও করেননি উল্লেখ করে তিনি বলেন, গতকাল প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে চার ঘণ্টার বৈঠক হয়। সেই বৈঠকে দলের মহাসচিব রেদোয়ান আহমেদ এলডিপির একক নির্বাচনে যাওয়ার প্রস্তাব দেন। পরে সবাই একমত হয়ে সিদ্ধান্তে স্বাক্ষর করেন।

মনোনয়ন নিয়ে বিএনপির সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি জানিয়ে অলি আহমদ বলেন, তিনি নিজে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমদের কাছে দলের মনোনয়নের তালিকা পাঠিয়েছিলেন। তবে কোনো বৈঠক না হওয়ায় এককভাবে নির্বাচনে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না।

এলডিপিকে বিলুপ্ত করতে চান না উল্লেখ করে অলি আহমদ বলেন, সুশাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এলডিপির জন্ম হয়েছিল। চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার অবস্থানেই দলটি এখনো রয়েছে।

এদিকে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তিনি কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

রেদোয়ান আহমেদের পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অলি আহমদ বলেন, তাঁর কাছে এখনো কোনো পদত্যাগপত্র পৌঁছায়নি, তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছেন না।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয় ভাতা দাবি: পাঁচজন কর্মকর্তা–কর্মচারীকে পুলিশ আটক, কর

সচিবালয় ভাতা দাবি: পাঁচজন কর্মকর্তা–কর্মচারীকে পুলিশ আটক, কর