ঢাকা | বঙ্গাব্দ

ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমানের ঝড়

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 21, 2025 ইং
ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমানের ঝড় ছবির ক্যাপশন: ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমানের ঝড়
ad728

সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান তার ধারাবাহিক বোলিংয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রথম ৬ ম্যাচে প্রতিটি ম্যাচেই উইকেট নেওয়া মোস্তাফিজ আজ সপ্তম ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। দুবাই ক্যাপিটালসের হয়ে তিনি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গালফ জায়ান্টসকে ১৫৬ রানে অলআউট করে দলকে ৪ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন।

টসে জিতে ফিল্ডিং নেয়া দুবাই ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ নবী দ্বিতীয় ওভারে মোস্তাফিজকে বল দেন। নতুন বল হাতে নিয়ে প্রথমে তিনি ১৩ রান খাইয়ে ফর্ম ধরে রাখেন। ১৪তম ওভারে মোস্তাফিজ দুর্দান্ত বোলিং শুরু করেন। প্রথম বলেই জেমস ভিন্সকে ৩৪ বলে ৩৬ রান করে ফিরিয়ে দেন। এরপর আফগান ব্যাটসম্যান আজমতউল্লাহ ওমরজাই ২৬ বলে ৪৩ রান করে আউট হন। তৃতীয় উইকেটটি আসে শন ডিকসনের ব্যাটের বাইরের কানা স্পর্শ করে বেল ভেঙে।

ম্যাচের শেষ দিকে এলবিডব্লুর চেষ্টা ব্যর্থ হলেও গালফ জায়ান্টসের তিন ব্যাটসম্যান রানআউট হয়ে যান। মোস্তাফিজের আজকের বোলিং ফিগার দাঁড়ায় ৩.৫ ওভারে ৩৪ রান খরচায় ৩ উইকেট। তার ধারাবাহিকতাই ৭ ম্যাচে ১৪ উইকেটে পৌঁছে। ম্যাচ শেষে তাকে ‘কাটার মাস্টার’ খেতাব দেওয়া হয়েছে।

মোস্তাফিজের এই পারফরম্যান্স দলের জয়ের পাশাপাশি নিজেকে টি-টোয়েন্টি লিগের অন্যতম সেরা বোলার হিসেবে প্রমাণ করেছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড