ইতিহাস গড়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। রোববারের ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ট্রফি ঘরে তোলে মায়ামি। চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের পর দল ও সমর্থকদের উদ্যাপন এখনো চলছে—প্রথমবারের মতো এমএলএসের সবচেয়ে বড় শিরোপা জয়ের পর এমন আনন্দ স্বাভাবিকই।
শুধু ট্রফি নয়, বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে ইন্টার মায়ামি। সর্বশেষ প্রকাশিত অফিসিয়াল প্লে-অফ পুরস্কার কাঠামো অনুযায়ী, ২০২৫ সালের এমএলএস কাপজয়ী দল পেয়েছে ৩ লাখ মার্কিন ডলার (প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা), আর রানার্সআপ দল পেয়েছে ১ লাখ ৫০ হাজার ডলার।
এছাড়া কনফারেন্স ফাইনালে হেরে যাওয়া দলগুলো পেয়েছে ১ লাখ ডলার করে এবং সেমিফাইনাল থেকে বাদ পড়া দলগুলো পেয়েছে ৪৭ হাজার ৫০০ ডলার করে। সব মিলিয়ে পোস্ট-সিজন রাউন্ডগুলোতে প্রায় ১০ লাখ ডলার পুরস্কার বিতরণ করেছে এমএলএস।
এই পুরস্কার কাঠামো শুধু দলগুলোকে প্লে-অফে আরও উৎসাহিত করে না, বরং ক্লাবগুলোর আর্থিক শক্তি বাড়িয়ে দেয়। মৌসুম শেষে দল গঠন, নতুন খেলোয়াড় দলে ভেড়ানো ও কৌশলগত বিনিয়োগে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় থাকা ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য এটি বেশ সহায়ক।
স্টেডিয়ামে স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে আরেকটি শিরোপা উদযাপন করেছেন মেসি। তাঁর ক্যারিয়ারের ৪৭তম শিরোপা জেতার এই মুহূর্তটি সমর্থকদের মতো তাঁর কাছেও ছিল বিশেষ।
Jatio Khobor