ঢাকা | বঙ্গাব্দ

এমএলএস কাপ জয়ের ইতিহাস গড়ল মেসির ইন্টার মায়ামি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 9, 2025 ইং
এমএলএস কাপ জয়ের ইতিহাস গড়ল মেসির ইন্টার মায়ামি ছবির ক্যাপশন: এমএলএস কাপ জয়ের ইতিহাস গড়ল মেসির ইন্টার মায়ামি
ad728

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। রোববারের ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ট্রফি ঘরে তোলে মায়ামি। চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের পর দল ও সমর্থকদের উদ্‌যাপন এখনো চলছে—প্রথমবারের মতো এমএলএসের সবচেয়ে বড় শিরোপা জয়ের পর এমন আনন্দ স্বাভাবিকই।

শুধু ট্রফি নয়, বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে ইন্টার মায়ামি। সর্বশেষ প্রকাশিত অফিসিয়াল প্লে-অফ পুরস্কার কাঠামো অনুযায়ী, ২০২৫ সালের এমএলএস কাপজয়ী দল পেয়েছে ৩ লাখ মার্কিন ডলার (প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা), আর রানার্সআপ দল পেয়েছে ১ লাখ ৫০ হাজার ডলার।

এছাড়া কনফারেন্স ফাইনালে হেরে যাওয়া দলগুলো পেয়েছে ১ লাখ ডলার করে এবং সেমিফাইনাল থেকে বাদ পড়া দলগুলো পেয়েছে ৪৭ হাজার ৫০০ ডলার করে। সব মিলিয়ে পোস্ট-সিজন রাউন্ডগুলোতে প্রায় ১০ লাখ ডলার পুরস্কার বিতরণ করেছে এমএলএস।

এই পুরস্কার কাঠামো শুধু দলগুলোকে প্লে-অফে আরও উৎসাহিত করে না, বরং ক্লাবগুলোর আর্থিক শক্তি বাড়িয়ে দেয়। মৌসুম শেষে দল গঠন, নতুন খেলোয়াড় দলে ভেড়ানো ও কৌশলগত বিনিয়োগে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় থাকা ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য এটি বেশ সহায়ক।

স্টেডিয়ামে স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে আরেকটি শিরোপা উদযাপন করেছেন মেসি। তাঁর ক্যারিয়ারের ৪৭তম শিরোপা জেতার এই মুহূর্তটি সমর্থকদের মতো তাঁর কাছেও ছিল বিশেষ।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন নিষেধাজ্ঞায় রুশ তেল কোম্পানির ওপর চাপ, বিশ্ববাজারে ত

মার্কিন নিষেধাজ্ঞায় রুশ তেল কোম্পানির ওপর চাপ, বিশ্ববাজারে ত